এক বছরের ব্যবধানে আবারও এশিয়া সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার দুটো ম্যাচই তারা খেলবে চীনের মাটিতে।
চূড়ান্ত সূচি ঘোষণা না করলেও প্রীতি ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে। চীনের মাটিতে অবশ্য চীনের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই। কেননা ওই সময়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে চীন।
আর্জেন্টিনার কাছে নাইজেরিয়া বেশ পরিচিত মুখ। ৯ ম্যাচের মধ্যে কেবল বিশ্বকাপেই ৫ বার আফ্রিকার দলটির বিপক্ষে খেলেছে তারা। এবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে হাংজুর অলিম্পিক্স সেন্টার স্টেডিয়ামে। এরপর বেইজিংয়ের ওয়ার্কারস স্টেডিয়ামে খেলবে আইভরি কোস্টের বিপক্ষে। এই দলটির সঙ্গে এর আগে দুইবারের দেখায় শতভাগ জয়ের রেকর্ড আছে আর্জেন্টিনার।
এদিকে গত বছরের জুনে এশিয়া সফরে এসেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। চীনে সফরের প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এরপর ইন্দোনেশিয়াকে তাদেরই মাটিতে একই ব্যবধানে হারায় লিওনেল স্কালোনির দল।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এএইচএস