ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এক ধাপ পেছাল বাংলাদেশ, আর্জেন্টিনার বর্ষপূর্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
এক ধাপ পেছাল বাংলাদেশ, আর্জেন্টিনার বর্ষপূর্তি

ফিফা র‍্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। গত ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলেছিল তারা।

হারতে হয়েছে দুটিতেই। তাই র‍্যাংকিংয়ে ১৮৩ থেকে ১৮৪তে নামতে হয়েছে হাভিয়ের কাবরেরা শিষ্যদের।

গত অক্টোবরে ১৮৩তে উঠেছিল বাংলাদেশ। এরপর টানা ছয় মাস ধরে রাখে সেই অবস্থান। উন্নতি না হলেও অবনতিও হয়নি। কিন্তু ফিলিস্তিনের বিপক্ষে হার ধাক্কাই দিল বাংলাদেশকে। কুয়েতে প্রথম লেগে ৫-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে হারতে হয় ১-০ গোলের ব্যবধানে।

এদিকে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকার এক বছর পূর্ণ করল আর্জেন্টিনা। গত বছরের এপ্রিলে সিংহাসনে আরোহণ করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেটাও ছয় বছর বাদে। র‍্যাংকিংয়ে তাদের ঠিক পরেই আছে ফ্রান্স। ইংল্যান্ডকে টপকে তিনে ওঠে এসেছে বেলজিয়াম। পাঁচে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এছাড়া সেরা দশে আছে পর্তুগাল, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৪
এএইচএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।