ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা দলের অনুশীলনে যোগ দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুন ৪, ২০২৪
আর্জেন্টিনা দলের অনুশীলনে যোগ দিলেন মেসি

ইনজুরি নিয়ে ছিল শঙ্কা, সেটি কাটিয়ে কোপা আমেরিকার অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি। আগামী ২০ জুন শুরু হওয়া এই টুর্নামেন্টের আগে তার সঙ্গে ইন্টার মায়ামির ট্রেনিং গ্রাউন্ডে প্রথম অনুশীলন সেরেছেন বাকি সতীর্থরাও।

এর আগে সবশেষ দুই ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি মেসি। হ্যামস্ট্রিং চোটের কারণে ছিলেন দলের বাইরে। যদিও দুটি ম্যাচেই দল জয়লাভ করে। এল সালভাদরের বিপক্ষে ৩-০ ও কোস্টারিকার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়লাভ করে আলবেসিলেস্তেরা।

চোট কাটিয়ে মেসির মাঠে ফেরায় স্বস্তিতে রয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘আমার মতে, চোট কাটিয়ে সে (মেসি) মাঠে ফিরেছে এবং খেলার মধ্যে আছে, এটা ভালো দিক। এটাই গুরুত্বপূর্ণ। ’

কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৯ জুন ইকুয়েডরের মুখোমুখি হবে তারা। এরপর গুয়াতেমালার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুন ০৪, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।