ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কাতারে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত জামালরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুন ৮, ২০২৪
কাতারে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত জামালরা

বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে নিজেদের শেষ ম্যাচে লেবাননের মুখোমুখি হবে বাংলাদেশ। যুদ্ধ পরিস্থিতির কারণে ফিরতি লেগের ম্যাচটি হবে কাতারে, আগামী ১১ জুন।

ম্যাচটি খেলতে কাতারে গেছে বাংলাদেশ দল। সেখানে গিয়ে সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন জামাল ভূঁইয়ারা।

কাতারের দোহা এয়ারপোর্টে প্রবাসী বাংলাদেশিরা হাভিয়ের কাবরেরার দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। ফুল, জাতীয় পতাকা ও ব্যানার নিয়ে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন অনেকে। এসময় সমর্থকদের সঙ্গে ছবি তুলতে ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বাংলাদেশ দলের সদস্যদের।  

বাংলাদেশ দলের মুখপাত্র খালিদ মাহমুদ নওমী দোহা থেকে জানিয়েছেন, আজ শনিবার রাত ৯টায় প্রথম সেশন অনুশীলন করবেন ফুটবলাররা।

লেবাবনের বিপক্ষে বাংলাদেশ হোম ম্যাচ ড্র করেছিল ১-১ গোলে। নিরপেক্ষ ভেন্যুতে হতে যাচ্ছে ফিরতি ম্যাচ। বাংলাদেশ এই ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে চায়। সেই স্বপ্নের রসদ যোগাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ।  

বৃহস্পতিবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। অ্যাওয়ে ম্যাচে ৭-০ গোলে হারের পর হোম ম্যাচে মাত্র ২ গোলের পরাজয় আত্মবিশ্বাস বাড়িয়েছে তপু-রকিবদের।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।