ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামাল-সাবিনারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামাল-সাবিনারা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ পুরষ এবং নারী দলের ফুটবলাররা। বাফুফের ফেসবুক পেজে একটি ভিডিওর মাধ্যমে সকল মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া এবং সাবিনা খাতুনরা।

ফেসবুকের ভিডিও বার্তায় জামাল ভূঁইয়া বলেন, ‘আসসালামুআলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। ’  এছাড়া নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘পবিত্র ঈদ উল আযহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে ঈদ মোবারক। ’ 

নারী দলের আরেক সদস্য মাতসুসিমা সুমাইয়া ভিডিও বার্তায় বলেন, ‘আসালামুআলাইকুম। সকলে সাবধানে ঈদ করুন। ঈদের আনন্দ করুন। সবাইকে ঈদ মোবারক। ’ 

নিজ গ্রামে ঈদ করছেন মাসুরা পারভীন। তার কাছে ঈদ মানে ঘোরাঘুরি। ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, খুশি এবং ঘোরাঘুরি। সবাই সাবধানে ঈদ উদযাপন করবেন। ’

বাংলাদেশ দলের রক্ষণের কাণ্ডারি তারিক কাজী ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই। সবাইকে ঈদ মোবারক। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ’ তরুণ তারকা মোরসালিনও ঈদের শুভেচ্ছায় সকলের সুস্থতা কমনা করেছেন। তিনি বলেন, ‘সবাই ঈদ মোবারক। আশা করি যে যেখানেই ঈদ উদযাপন করছেন, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা থাকল। ’ 

ভিন্ন ধর্মাবলম্বী হলেও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের ডিফেন্ডার তপু বর্মন। তিনি বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। পরিবারের সকলের সঙ্গে ঈদ ভালো কাটুক এই কামনা করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ’

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।