ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

এএফসি চ্যালেঞ্জ লিগ আয়োজনে আগ্রহ কিংসের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এএফসি  চ্যালেঞ্জ লিগ আয়োজনে আগ্রহ কিংসের

দক্ষিণ এশিয়ায় কোনো ফুটবল ক্লাবের নিজস্ব আলাদা স্টেডিয়াম আছে এমন রেকর্ড বিরল। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের টানা পাঁচ আসরের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসের রয়েছে নিজস্ব আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, বসুন্ধরা কিংস অ্যারেনা।

২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি কিংস অ্যারেনায় প্রিমিয়ার লিগের ফুটবল ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ঘরোয়া লিগ, টুর্নামেন্টের পাশাপাশি জাতীয় দলের অনুশীলন, ক্লাবের আন্তর্জাতিক ম্যাচ, জাতীয় দলের প্রীতি ম্যাচ থেকে শুরু করে বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট সবই হচ্ছে কিংস অ্যারেনায়। বাংলাদেশের ফুটবলের প্রধান ভেন্যুই এখন তা।  

এখানেই থেমে থাকতে চায় না বসুন্ধরা গ্রুপের ক্লাব বসুন্ধরা কিংস। বিশ্বকাপ বাছাই বা এএফসি কাপের ম্যাচগুলো ছিল হোম ভেন্যু হিসেবে। এখন চোখ পুরো টুর্নামেন্ট আয়োজনের দিকে। আগামী অক্টোবরে এএফসি চ্যালেঞ্জ লিগ গ্রুপ পর্বের খেলা শুরু হবে। আগস্টে টুর্নামেন্টের গ্রুপিং নির্ধারণে ড্র হবে। একই সঙ্গে আয়োজক ও ভেন্যুর নামও ঘোষণা হবে। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নিজেদের গ্রুপের খেলা কিংস অ্যারেনায় আয়োজন করতে চায়।

এ ব্যাপারে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপের খেলাগুলো আয়োজন করতে চাই। আমরা দায়িত্ব নিতে এএফসির কাছে আবেদন করব। জুলাইয়ের শেষ সপ্তাহের মধ্যে আবেদন করতে হবে। এর আগেই আমাদের আবেদনপত্র জমা দেব। আশা করি সবকিছু বিবেচনা করে এএফসি রাজি হবে। কিংস অ্যারিনায় ফিফাস্বীকৃত প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাই ও এএফসি কাপের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এখানে আমরা এএফসির প্রশংসা পেয়েছি। তাই আশাবাদী। ’

উল্লেখ্য, ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের খেলা। কোন গ্রুপে কে খেলবে বলা মুশকিল। মধ্যপ্রাচ্যের শক্তিশালী ক্লাবগুলোও চ্যালেঞ্জ লিগে রয়েছে। কিংস অ্যারিনায় ম্যাচ হলে আর গ্রুপে মধ্যপ্রাচ্যের দল থাকলে তা হবে উপভোগ্য। এ নিয়ে টানা পাঁচবার এএফসির টুর্নামেন্টে কিংস খেলছে। আর তা টানা পাঁচবার লিগ চ্যাম্পিয়ন হওয়ায়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৪ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।