ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

আরও ৫০ বছরের ইজারা পেল বাফুফে

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
আরও ৫০ বছরের ইজারা পেল বাফুফে

ফিফার অর্থায়নে ২০০৩-০৪ সালের দিকে মতিঝিলস্থ আরামবাগে নিজস্ব ভবন নির্মাণ করে বাফুফে। এর আগে তাদের কার্যালয় ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামেই।

ফিফার নিজস্ব জমির শর্ত পূরণের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ ২৫ বছরের জন্য মতিঝিল ঝিলপাড় এলাকায় ৩৩ শতাংশ জায়গা বাফুফেকে দিয়েছিল। সেই বরাদ্দের সময় বাড়ল আরও ৫০ বছর।

২৫ বছরের চুক্তি প্রায় শেষের দিকে। বাফুফে তাই নতুন করে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন করে। কয়েক মাস পর্যালোচনার পর আজ জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফে দুই পক্ষের মধ্যে সমঝোতামূলক চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আলোকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছু শর্তের মাধ্যমে আজ থেকে আগামী ৫০ বছর মতিঝিল আরামবাগস্থ বিদ্যমান বাফুফে ভবনে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

ভূমি ব্যবহারকারী হিসেবে কর ও অন্যান্য বিষয়াদি বাফুফেকেই বহন করতে হবে। এই ভূমিতে স্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কাজে জাতীয় ক্রীড়া পরিষদের পূর্বানুমতি নিতে হবে বাফুফেকে। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে সচিব আমিনুল ইসলাম ও বাফুফের পক্ষে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এতে স্বাক্ষর করেন।

ভবনের চতুর্থ তলায় নারী ফুটবলাররা ক্যাম্প করেন। ধীরে ধীরে বাফুফেতে নারী ফুটবলারদের সংখ্যা বাড়ছে। চতুর্থ তলায় সংকুলান হচ্ছে না। উপরের এক তলা বৃদ্ধি বা নিচতলায় মিডিয়া সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। লিজ বৃদ্ধি হওয়ায় এখন সেটা করতে আর তেমন বাধা নেই।

বাংলাদেশ সময় : ২১০৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।