ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পরপারে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সুরুজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
পরপারে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য সুরুজ

না ফেরা দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য আমিনুল ইসলাম সুরুজ। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ সম্মেলনে কীর্তিমান এই ফুটবলারের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে।

আজ (২৯ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সরুজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের সভাপতি ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার জানিয়ছেন, জটিল কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন সরুজ।

আমিনুল ইসলাম সুরুজ খেলেছেন ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের হয়ে। ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের চৌকশ ফুটবলার। এই দল ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে জনমত গঠন ও তহবিল সংগ্রহ করে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের তহবিলে জমা করে। ইতিহাস গড়া সেই দলের সদস্য ছিলেন আমিনুল ইসলাম সুরুজ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৪
এমএইচএম/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।