নেপালে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ১৬ আগষ্ট থেকে শুরু হবে ছোটদের সাফ।
সাফে বাংলাদেশের গ্রুপে রয়েছে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব পার করতে কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশকে। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বাংলাদেশের ফরোয়ার্ড আসাদুল মোল্লা। তিনি বলেন, ‘আসলে আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। এখানে যারা খেলতে আসবে তারা সকলেই শক্তিশালি দল। তা না হলে তারা এখানে খেলতে আসতো না। আমরা নিজেদের সেরাটা খেলতে চাই। আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস আছে। নিজেদের সেরটা খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব। ’
চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের দারুন একটা দল আছে। আমাদের কোচ খুব ভালো। যদিও খুব বেশি সময় বাকি নাই। তবে আমরা বিশ্বাস করি এবারের আসরে নিজেদের সেরটা খেলে শিরোপা করতে পারবো আমরা। ’
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার মিরাজ। ৩২ জনের ক্যাম্প থেকে দলে যাক পাবেন ২৩ জন। দলের অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠতে পারে এই ফুটবলারের হাতেই। কোচের সঙ্গে দলের রসায়ন দারুন বলে জানিয়েছেন তিনি। মিরাজ বলেন, ‘আমাদের দারুণ একজন কোচ রয়েছেন। এর আগে আমরা পল স্মলির সঙ্গে খেলেছি। ন তিনি। এবার বাংলাদেশ দলের কোচ মারুফ স্যার। তিনি অসাধারন কোচ। তার চাওয়াা আমরা পূরণ করতে পারলে ভালো কিছু করা সম্ভব। ’
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
এআর/আরইউ