ঢাকা, বুধবার, ৩০ শ্রাবণ ১৪৩১, ১৪ আগস্ট ২০২৪, ০৮ সফর ১৪৪৬

ফুটবল

চ্যাম্পিয়নস লিগ খেলতে ভুটানে গেলেন সাবিনা-মারিয়ারা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
চ্যাম্পিয়নস লিগ খেলতে ভুটানে গেলেন সাবিনা-মারিয়ারা

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে প্রথমবার মাঠে গড়াতে যাচ্ছে নারী চ্যাম্পিয়নস লিগ। প্রথম আসরে জায়গা পায়নি কোনো বাংলাদেশি ক্লাব।

তারপরও টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বাংলাদেশের সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ দেশ ছেড়েছেন তারা।

১০ থেকে ৩১ আগস্ট-এই তিন সপ্তাহের জন্য সাবিনাদের সঙ্গে চুক্তি করেছে ভুটানের ক্লাবটি। ভুটানের এই ক্লাবটি চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বে খেলবে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ ইরানের বাম খাতুন ফুটবল ক্লাব ও হংকংয়ের কিচে স্পোর্টস ক্লাব। গ্রুপপর্বের দুই ম্যাচ ২৫ ও ২৮ আগস্ট।  

ভুটানের ক্লাবটি বাংলাদেশের চার ফুটবলারকে চাওয়ার পর প্রথমে ছাড়পত্র দিতে চায়নি বাফুফে। কারণ অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ। ভুটানের ক্লাবটি এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ খেলবে। বাংলাদেশের মেয়েদের নতুন অভিজ্ঞতা হবে, সে চিন্তা থেকেই পরে অনুমতি দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।