ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

গোল করেই যাচ্ছেন রোনালদো, ইত্তিফাককে হারাল আল নাসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
গোল করেই যাচ্ছেন রোনালদো, ইত্তিফাককে হারাল আল নাসর

প্রতিপক্ষের মাঠে আল নাসরের শুরুটা হয় ভালো। প্রথমার্ধে গোল করে তাদের এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো।

বিরতির পর আল ইত্তিফাকের জালে আরও দুবার বল পাঠায় ক্লাবটি। দারুণ এক জয়ে পয়েন্ট টেবিলে উন্নতি হয় তাদের।  

সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল রাতে আল ইত্তিফাককে ৩-০ ব্যবধানে হারিয়েছে আল নাসর। রোনালদোর গোলে তারা এগিয়ে যাওয়া পর দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন সালেম আল নাজদি ও তালিস্কা।  

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত আর নাসর। তবে রোনালদোর দুর্দান্ত এক ফ্রি কিক ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ২৮তম মিনিটে ফের সুযোগ পায় তারা। কিন্তু বক্স থেকে নেওয়া তালিস্কার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। তিন মিনিট পর বক্সে আল নাসরের ফুটবলার ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন রোনালদো।  

বিরতির পর আল ইত্তিফাককে আরও চাপ দিতে থাকে আল নাসর। যার প্রতিফলন হয় ৫৬তম মিনিটেই। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে বক্সে বল বাড়ান সাদিও মানে। সেখান থেকে নিখুঁত শটে জাল খুনে নেন আল নাজদি। ৭০তম মিনিটে ব্যবধান আরও বাড়ান তালিস্কা। সাদিও মানের পাস থেকে আসা বল বক্স থেকে জালে পাঠান ব্রাজিলিয়া এই ফরোয়ার্ড।  

এই জয়ে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে আল নাসরের। ৪ ম্যাচে ২ জয় ও ২ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের চারে। তিনে থাকা আল ইত্তিফাকের পয়েন্ট ৯। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ ও দুইয়ে আল হিলাল।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।