ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ

ম্যাকাওয়ের জালে বাংলাদেশের ৭ গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
ম্যাকাওয়ের জালে বাংলাদেশের ৭ গোল

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ফিলিপাইনের পর এবার ম্যাকাওকেও হারাল বাংলাদেশ। তবে এবার জয়ের ব্যবধানটা বেশ বড়।

নমপেনের প্রিন্স স্টেডিয়ামে ম্যাকাওয়ের জালে ৭ গোল দিয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। বিপরীতে একটি গোলও হজম করতে হয়নি।

নিজেদের প্রথম ম্যাচে ফিলিপাইনের বিপক্ষেও ৭-০ ব্যবধানে হেরেছিল ম্যাকাও। আফগানিস্তানের কাছে ৯ গোল হজম করতে হয় তাদের। আজ প্রথমার্ধে অবশ্য এক গোলে পিছিয়ে ছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী রূপে ধরা দেয় বাংলাদেশ।

ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলটি করেন নুরুল হুদা ফয়সাল। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ান তিনি। পরে হ্যাটট্রিকের স্বাদও পান এই ফরোয়ার্ড।

বিরতির পর ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ মানিক। ৭১ মিনিটে বাঁ প্রান্তের ক্রসে রিফাত কাজী কোনাকুনি শটে গোলকিপারকে পরাস্ত করেন। দুই মিনিট পরই ম্যাকওয়ের হয়ে আত্মঘাতী গোল ট্যাং টিন। বাকিটা সময় কেবল আধিপত্য দেখান ফয়সালই। বাকি তিনটি গোলই আসে তার কাছ থেকে।

এই জয়ের পর ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। ২৭ অক্টোবর আসরের শেষ ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের মুখোমুখি হবে তারা।  

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।