ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

স্বপ্ন সত্যি হয়েছে : ঋতুপর্ণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
স্বপ্ন সত্যি হয়েছে : ঋতুপর্ণা

স্বপ্ন সত্যি হওয়ার অনুভূতি হওয়ার কেমন? অনেকের কাছেই হয়তো প্রশ্নটি বেমানান লাগতে পারে। কেননা এমন অনুভূতি ভাষায় প্রকাশ করাটা বরং অসম্ভব কাজ।

ঋতুপর্ণা চাকমাও তা পারেননি। তবে বাংলাদেশের ফুটবলকে ঠিকই আরও একবার আনন্দে ভাসাতে পেরেছেন তিনি।  তার জয়সূচক গোলেই নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে আবারও সাফের শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ।  

ফাইনাল তো বটেই, টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে ঋতুপর্ণার হাতে। গোল না পাওয়া নিয়ে অনেকদিন ধরেই আক্ষেপ ছিল তার।  বাঁ প্রান্ত থেকে একের পর আক্রমণ সাজিয়েও পাচ্ছিলেন না জালের দেখা।  সেমিফাইনালে অবশ্য ভুটানের বিপক্ষে সেই আক্ষেপ মেটান।  ফাইনালে যখন পুরো বাংলাদেশ ছিল গোলের অপেক্ষায়, ঠিক তখনই আবির্ভূত হলেন এই ফরোয়ার্ড। ৮১ মিনিটে দুরূহ এক কোণ থেকে ভাসানো শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। সেই আবহ বাংলাদেশ ধরে রাখে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত।   

জয়ের পর ট্রফি হাতে নিয়ে ঋতুপর্ণা বলেন, 'এই মুহূর্তে খুবই ভালো লাগছে। আমি সত্যিই খুব আনন্দিত। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছি। আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট করেছে। বাংলাদেশের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সমর্থকদের দোয়ায় আমরা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছি। '

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪

এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।