ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চেলসি ও ইউনাইটেডের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
চেলসি ও ইউনাইটেডের জয়

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে বসে প্রথম জয়ের দেখা পেলেন নতুন কোচ রুবেম আমোরিম। আজ ঘরের মাঠে এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে তার দল।

সহজ জয় পেয়েছে চেলসিও। স্টামফ্রোড ব্রিজে খেলতে আসা অ্যাস্টন ভিলা ৩-০ গোলের হারের স্বাদ দিয়েছে তারা।

ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেন জশুয়া জিরকি ও মার্কাস রাশফোর্ড। জোড়া অ্যাসিস্ট করেন ব্রুনো ফের্নান্দেস ও আমাদ দিয়ালো।

ম্যাচের ৩৪ মিনিটে ব্রুনোর কর্নার থেকে রেড ডেভিলদের এগিয়ে দেন রাশফোর্ড। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দিয়ালো। এবারও জোগানদাতা ব্রুনো। দ্বিতীয়ার্ধে কিছু বুঝে ওঠার আগেই ৪৬ মিনিটে জাল কাঁপান রাশফোর্ড। ৬৪ মিনিটে জিরকিকে গোল বানিয়ে দেন দিয়ালো।

অন্যদিকে ঘরের মাঠে চেলসি এগিয়ে যায় সপ্তম মিনিটেই। মার্ক কুকুরেয়ার ক্রস থেকে জাল খুঁজে নেন নিকোলাস জ্যাকসন। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় এনসো ফার্নান্দেসের কল্যাণে। বিরতির পর ৮৩ মিনিটে তৃতীয় গোলটি করেন কোল পালমার।

এই জয়ে প্রিমিয়ার লিগে যৌথভাবে আর্সেনালের সঙ্গে দুইয়ে আছে চেলসি। ১৩ ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ২৫। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে নয়ে ইউনাইটেড।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এএইচএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।