প্রথমার্ধে কোনো গোল পায়নি কেউই। বিরতির পর জ্বলে উঠল আর্সেনাল।
গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। ইউরিয়েন টিম্বারের গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়াম সালিবা। আরেক ম্যাচে নটিংহ্যামকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সিটি। দলকে শুরুকে বের্নার্দো সিলভা এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইনা। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে জয় নিশ্চিত করেন জেরেমি ডোকু।
এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলের বাজে খেলা থামে বিরতির পর গিয়ে। ৫৪তম মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন আর্সেনালের টিম্বার। ডেকলাইন রাইসের কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান তিনি। ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ান সালিবা। বুকায়ো সাকার কর্নার থেকে আসা বল সালিবার পিঠে লেগে জালে জড়ায়।
১৪ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকা চেলসি দুইয়ে। ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। নটিংহ্যামকে উড়িয়ে দেওয়া সিটি ২৬ পয়েন্ট নিয়ে চারে। আসরে পঞ্চম হারের স্বাদ পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ১৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
আরইউ