ফিফা ক্লাব বিশ্বকাপের একই গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ ও আল হিলাল। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে ক্লাব বিশ্বকাপে দেখা হবে ব্রাজিলের দুই তারকা নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুস জুনিয়র।
‘এইচ’ গ্রুপে এই দুই দল ছাড়াও আছে পাচুকা ও সালজবুর্গ। অন্যদিকে লিওনেল মেসির ইন্টার মায়ামি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে। গ্রুপ ‘এ’তে তাদের সঙ্গে আরও আছে পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের আল আহলি।
গতকাল রাতে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হয়েছে ক্লাব বিশ্বকাপের ড্র। অনুষ্ঠানে বর্তমান ও সাবেক তারপকা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। মূল পর্ব শুরুর আগে শুভকামনা জানিয়ে বার্তা দেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 'এই আয়োজন (ফিফা ক্লাব বিশ্বকাপ) অবিশ্বাস্য কিছু হতে যাচ্ছে। (ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে উদ্দেশ্য করে) আমরা দীর্ঘ সময় ধরে একে অন্যকে জানি। এমন সম্পর্কে আমি সম্মানিত বোধ করি। '
২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ৩২টি দল। এই দলগুলোকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে ৪টি করে দল। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল যাবে শেষ ষোলোয়। দলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবার বিশ্বের বিভিন্ন অঞ্চলের ক্লাব খেলার সুযোগ পাচ্ছে। আগামী বছর ১৫ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের মাটিতে হবে এই বিশ্বকাপ। ভেন্যু হিসেবে থাকছে ১২টি স্টেডিয়াম। ২০২৬ বিশ্বকাপও এই স্টেডিয়ামগুলোর কয়েকটিতে হবে। যে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে এবারের ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি। কিন্তু মেজর লিগ সকারের শিরোপা না জিতেও তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এমএলএস সাপোর্টাস শিল্ড জেতার পর মেসির ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়।
ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে কে কোন দলে
গ্রপ-এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি।
গ্রুপ-বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।
গ্রুপ-সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।
গ্রু-ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ।
গ্রুপ-ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান।
গ্রুপ-এফ: ফ্লুমিনেন্স, বরুশিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস।
গ্রুপ-জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস।
গ্রুপ-এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবার্গ।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এমএইচএম