ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

দুই সেরার লড়াই আজ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
দুই সেরার লড়াই আজ

দেশের ফুটবলে দুই সেরা দল বসুন্ধরা কিংস এবং মোহামেডান। এবারের মৌসুম শুরু হয়েছিল নতুন টুর্নামেন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ লিগ দিয়ে।

যেখানে মোহামেডানকে হারিয়ে শিরোপা দিয়ে মৌসুম শুরু করেছিল গত মৌসুমের ট্রেবলজয়ী কিংস।  

আজ ১৩ দিনের ব্যবধানে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

গত মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ফাইনালে কিংসের বাধা পেরোতে পারেনি মোহামেডান। আজ তাই মোহামেডানের সামনে সুযোগ কিংসকে হারিয়ে লিগ রেসে এগিয়ে যাওয়ার। দুই সেরার বলেই এই ম্যাচের মাহাত্ম্য অনেক।  

মোহামেডান কোচ আলফাজ আহমেদ এ ম্যাচেও কিংসকে ফেভারিট মেনে নামছেন, ‘যত যা-ই হোক কিংস এখনো সেরা দলই। তাদের প্রতি সেই সমীহ রেখে আমরা লড়ব। জেতার জন্যই আমরা মাঠে নামব। '

দুই দলই এবার লিগে শুরুটা করেছে সহজ জয়ে। কিংস ৭-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। অন্যদিকে মোহামেডান ৬-০ গোলে পরাজিত করে ওয়ান্ডারার্সকে। আজ জয় নিয়ে এগিয়ে যেতে চাইবে দুই দলই।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।