ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

তিন দশক পর লিগ শিরোপা জিতল বতাফোগো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
তিন দশক পর লিগ শিরোপা জিতল বতাফোগো

প্রায় তিন দশক পর ব্রাজিলিয়ান লিগের শিরোপা জিতেছে বতাফোগো। নিজেদের শেষ ম্যাচে আজ সাও পাওলোকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ক্লাবটি।

৩৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে পালমেইরাস।

ব্রাজিলিয়ান সেরি আয় ১৯৬৮ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেয় বতাফোগো। দ্বিতীয়বার ১৯৯৫ সালে লিগ শিরোপা জেতে তারা। এরপর আর জেতা হয়নি ক্লাবটির। লম্বা সময় পর আবারও শিরোপার স্বাদ পেয়েছে তারা এবার।

জেফারসন সাভারিনো ৩৭তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ৬৩তম মিনিটে সমতা ফেরান সাও পাওলোর উইলিয়াম গোমেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন গ্রেগোর।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।