ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘বিশ্বকাপ জেতার দরকার নেই মেসির!’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুন ১০, ২০১৪
‘বিশ্বকাপ জেতার দরকার নেই মেসির!’

ঢাকা: ব্রাজিলের কিংবদন্তি ফুটবল তারকা রোনালদো মনে করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির কিংবদন্তি ফুটবলার হতে হলে বিশ্বকাপ জিততে হবেনা।

চারবারের ব্যালন ডি’অর জেতা মেসি তার ক্লাব বার্সেলোনার হয়ে যে রকম পারফর্ম করেন, দেশের জার্সি গায়ে তাকে সে রকম পারফর্ম করতে দেখা যায় না।

২৬ বছর বয়সী এই ফুটবল তারকাকে নানা সময়ে এ জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে।

যদিও রোনালদো বিশ্বশিরোপা জিতে মেসিকে বিশ্বসেরা হওয়ার উপদেশ দিয়েছেন, তারপরও তিনি মনে করেন আর্জেন্টাইন অধিনায়ক ইতোমধ্যে ফুটবল ঈশ্বরের উচ্চতায় চলে গেছেন। তিনি বলেন, ‘মেসি বিশ্বশিরোপা জিততে পারে। সে এখনই অবসরে যাচ্ছে না। কারণ তার বয়স এখন মাত্র ২৬। ’

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা আরো বলেন, ‘ইতিহাসে অনেক কিংবদন্তি ফুটবলার রয়েছেন যারা বিশ্বশিরোপা জিততে পারেন নি। যদি আপনি বিশ্বকাপ জিততে পারেন, তাহলে সেটা আপনার ক্যারিয়ার মর্যাদাকে আরো উৎসাহিত করবে। ’

দেশের জার্সি গায়ে ৮৬ ম্যাচে ৩৮ গোল করা মেসির প্রসঙ্গে ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচে ৬২ গোলের মালিক বলেন, ‘সত্যিই মেসি একজন ভিন্ন শ্রেণীর ফুটবলার। চারবারের ব্যালন ডি’অর জেতা তার অসাধারণ অর্জন। ’

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘন্টা, ১০ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।