ঢাকা: সাইরো ইমোবিলের হ্যাটট্রিকে প্রস্তুতি ম্যাচে জিতেছে ইতালি। রবিবারের ম্যাচে ইতালি ৫-৩ গোলে হারায় ব্রাজিলীয়ান ক্লাব ফ্লুমিনেন্সকে।
ইমোবিলের হ্যাটট্রিকের পাশাপাশি জোড়া গোল করেছেন লরেঞ্জো ইনসিগনে। তিনি ম্যাচের ২২ ও ৫৬ মিনিটে গোল দুটি করেন।
এর আগে প্রস্তুতি ম্যাচে সিজার প্রানদেল্লির শিষ্যরা আয়ারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। তারা লুমেক্সবার্গের বিপক্ষেও জয় পায়নি। ১-১ এ ড্র করে মাঠ ছেড়েছিল।
তুরিনোতে ধারে খেলা ইমোবিল তার প্রথম গোলটি করেন ৩০ মিনিটে। এরপর ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এক মিনিট পরেই হ্যাটট্রিক পূরণ করেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। ইমোবিল ইতালির হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন।
ফ্লুমিনেন্সের হয়ে ম্যাচের ২৮ মিনিটে চিকুইনহো, ৩৬ মিনিটে কারলিনহো এবং ৬২ মিনিটে কারভালহো গোলগুলো করেন।
বিশ্বমঞ্চে ইতালি ‘ডি’ গ্রুপে ইংল্যান্ড, কোস্টারিকা এবং উরুগুয়ের বিপক্ষে খেলবে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘন্টা, ৯ জুন ২০১৪