ঢাকা: ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ এবারের বিশ্বকাপে স্পেনকে ফেভারিট বলে মানছেন। ব্রাজিলের এই মিডফিল্ডার মনে করেন স্পেনই বিশ্বশিরোপা জেতার যোগ্য দাবীদার।
৩১ বছর বয়সী আলভেজ বলেন, ‘বিশ্বকাপে স্পেনই ফেভারিট। তাদের দলটি আমার পছন্দ হয়েছে। ’
স্পেন ছাড়াও আলভেজের ফেভারিটের তালিকায় রয়েছে আরো কিছু শিরোপা প্রত্যাশী দল। তিনি বলেন, ‘আমি জার্মানিকেও ধরে রাখছি। তাদের চমৎকার কিছু খেলোয়াড় নিয়ে দল গড়া হয়েছে। আর্জেন্টিনার রয়েছে অবাক করা আক্রমনভাগ। আর ব্রাজিল, আমি তাদেরও উপরে তুলে রাখছি কারণ, এবারে আমরা স্বাগতিক হিসেবে ঘরের মাঠে খেলব। আমাদের দেশের সমর্থকরা জাতীয় দলের পাশে রয়েছে। আর জাতীয় দলও রয়েছে দেশের মানুষের পাশে। ’
আলভেজের ব্রাজিল ১২ জুন গ্রুপ গর্বে তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এ সম্পর্কে তিনি বলেন, ‘শুরুটা সব সময়ই জটিল, কঠিন এবং গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যখন আপনি ভালো কিছু দিয়ে শুরু করবেন তখন বাকি টুর্নামেন্ট আপনার জন্য সহজ হয়ে যাবে। ’
দেশের হয়ে ৭৫ ম্যাচ খেলা আলভেজ দলের কোচ লুই ফেলিপ স্কলারির মতো আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলতে চান। ‘যদি আমরা ফাইনালে উঠি, তবে চাইবো আমাদের প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা খেলুক। আমি মনে করি সেটা একটি ঐতিহাসিক ফাইনাল ম্যাচ হবে। আর ফাইনালে তাদের হারিয়ে শিরোপা জেতার স্বাদ হবে অন্যরকম। ’
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘন্টা, ১০ জুন ২০১৪