ঢাকা: ব্রাজিল বিশ্বকাপ থেকে ফিফা আয় করবে ৩ বিলিয়ন ইউরো। অথচ চ্যাম্পিয়ন দল পাবে মাত্র ২৬ মিলিয়ন ইউরো।
লাতিন আমেরিকার টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে ম্যারাডোনা বলেন, ‘অর্থের পরিমাণটি অবিশ্বাস্য। তারা কিছু না করেই এই পরিমাণ অর্থ নিয়ে যাবে। তারা কেবল বলকে খেয়ে ফেলছে। ’
বরাবরই ফিফার সমালোচক বলে পরিচিত ম্যারাডোনা ফিফার আয় ও চ্যাম্পিয়ন দলের প্রাপ্য অর্থের তুলনা টেনে ফিফাকে কুৎসিত শক্তি বলে আখ্যায়িত করেছেন।
কাতার বিশ্বকাপ প্রসঙ্গ টেনে বলেছেন, ‘ফিফার পরিচালকদের আর্থিক অনিয়মে জড়ানো হতাশাজনক। ’
ব্রাজিলে বিশ্বকাপ বিরোধী বিতর্ক আর ভেন্যু প্রস্তুত না হওয়া প্রসঙ্গে অবশ্য ব্রাজিলিয়ানদের পাশেই থেকেছেন। আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘যদিও এত দূর থেকে সঠিক বোঝা যাবে না সেখানে কি হচ্ছে। তারা সমর্থকদের একটি সুন্দর বিশ্বকাপই উপহার
দেবে। ’ তবে দেশের জনগণের কথাও ভাবতে হবে বলে মনে করেন তিনি।
আর্জেন্টিনার সম্ভাবনা প্রসঙ্গে বলেছেন, ‘এবার মেসিরাই জিতবে বিশ্বকাপ। গোল্ডেন বুটটা মেসিরই প্রাপ্য। ’
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ১০ জুন ২০১৪