ঢাকা: স্বাগতিক ব্রাজিল ও ক্রোয়েশিয়া ম্যাচের মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হচ্ছে বিশ্বকাপের ২০তম আসরের জমজমাট লড়াই। ব্রাজিলের সর্ববৃহৎ শহর সাও পাওলোর ‘অ্যারিনা কোরিন্থিয়াস’ স্টেডিয়ামে এ আসরের প্রথম বল গড়াচ্ছে।
উদ্বোধনী ম্যাচসহ এ স্টেডিয়াম এবারের বিশ্বকাপের মোট ছয়টি ম্যাচের আয়োজন করবে।
সাও পাওলোর ছেলে অস্কার নিজের এই স্টেডিয়ামে খেলবেন দশ নম্বর পজিশনে।
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ২০১১ সালের ৩০ মে শুরু হয় অ্যারিনা কোরিন্থিয়াসের নির্মাণ কাজ। ২০১৪ সালের ১০ এপ্রিল নির্মাণ কাজ শেষে সাধারণ দর্শকদের জন্য স্টেডিয়ামটি খুলে দেওয়া হয় ১৫ মে। স্টেডিয়ামটি নির্মাণে ব্যয় করা হয় ৯৬৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল।
চর্তুষ্কোণাকার স্টেডিয়ামটিতে ৪৮ হাজার ২৩৪ জন দর্শক ধারণ ক্ষমতা থাকলেও উদ্বোধনী ম্যাচের বিষয়টি বিবেচনায় এনে স্টেডিয়ামে অস্থায়ী চেয়ারের সংখ্যা বাড়ানো হয়েছে।
১০৫ মিটার দৈর্ঘ্য এবং ৬৮ মিটার প্রস্থ বিশিষ্ট এ স্টেডিয়ামে রয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন চারটি স্কোরবোর্ড।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ১২, ২০১৪