ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্পেন-নেদারল্যান্ড একাদশ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৪
স্পেন-নেদারল্যান্ড একাদশ

ঢাকা: বিশ্বকাপের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট স্পেন ও নেদারল্যান্ডস। ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ হারানোয় গ্রুপ পর্বের এ ম্যাচটিকে প্রতিশোধের ম্যাচ হিসেবেই দেখছে নেদারল্যান্ডস।



গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চেলসি স্ট্রাইকার ফার্নান্দো তোরেস ও স্পেনের হয়ে সর্বোচ্চ গোলদাতা ডেভিড ভিয়াকে সাইড বেঞ্চে রেখেই দল নামাচ্ছেন স্পেন কোচ দেল বস্ক। দেল বস্ক স্ট্রাইকার হিসেবে আস্থা রেখেছেন জন্মসূত্রে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দিয়েগো কস্তার ওপর।

স্পেন একাদশ:
ইকার ক্যাসিয়াস (গোলরক্ষক), ‍অ্যাস্পিলিকুয়েটা, জাবি মার্তিনেজ, রামোস, আলভা, বুসকেট, জাবি আলোনসো, জাভি হার্নান্দেজ, ইনিয়েস্তা, সিলভা ও দিয়েগো কস্তা।

কোচ: ভিসেন্তে দেল বস্ক

নেদারল্যান্ডস একাদশ:
সিইয়েসেন (গোলরক্ষক), ফ্লার, ব্লাইন্দ, দি ইয়ং, লান্স, ইয়ানমাত, মার্টিনস, ফিয়ের, স্নেইডার, ফন পার্সি ও রবেন।

কোচ: লুই ভ্যান গাল

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।