ঢাকা: বিশ্বকাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচে স্পেনকে নিয়ে ছেলে খেলা করে ৫-১ গোলের বড় ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডস।
ভ্যান পার্সি ও আরিয়েন রোবেনের জোড়া গোলে বিধ্বস্ত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন দেশটি।
আর এই গোল উৎসবকে প্রতিশোধ মানতে নারাজ ম্যাচের ৫৩ ও ৮০ মিনিটে গোলের মালিক আরিয়েন রোবেন।
তিনি বলেন, আমরা খুবই খুশি। দলের জন্য গর্ব অনুভব করছি। একটা তরুণ দলের মতোই আমরা খেলেছি।
ডাচ খেলোয়াড় উইঙ্গার রোবেন আরো বলেন, এই জয় গত বিশ্বকাপের কোনো ‘প্রতিশোধ’ নয়।
দেশের হয়ে ৭৬ ম্যাচে ২৫ গোল করা রোবেন বলেন, এটি শুধুমাত্র গ্রুপ পর্বের একটি খেলা ছিল। তাই এই জয় কোনো ‘প্রতিশোধ’ না।
‘আমরা শিরোপা জিতিনি, আর এটা ২০১০ সাল নয়। আমরা মাথা ঠাণ্ডা রেখে খেলেছি। ’—বলেন রোবেন।
তবে পাঁচ গোলেও গোলের স্বাদ মেটে নি-ডাচ অধিনায়ক রবিন ফন পার্সির মন্তব্য-ই প্রমাণ করেছে প্রতিশোধের ইঙ্গিত! স্পেনকে উড়িয়ে দিতে নিজেও জোড়া গোল করেছেন তিনি।
পার্সি বলেন, প্রথমার্ধের সময় নিজেদের মধ্যে আলোচনায় ‘আমরা কিছুতেই থামব না’ বলেছিলাম। এতে পাঁচ গোলও হতে পারে। তা-ই হয়েছে। পাঁচ গোলই হয়েছে! সেটিই কেবল ধরে রেখেছি।
তবে এটা ছয়, সাত কিংবা আটও হতে পারতো। ’
৩০ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, এটা অসাধারণ গোল ছিল। দেখছিলাম ইকার ক্যাসিয়াস সামনে চলে এসেছে। ফলে নিজেকে ভাসিয়ে গোল দিতে হলো।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৪