ঢাকা: বিশ্বকাপের ২০তম আসরে এশিয়ার দল জাপানের মুখোমুখি হচ্ছে আইভরি কোস্ট। তবে আইভরিকোস্টের তারকা খেলোয়াড় দিদিয়ে দ্রগবাকে ছাড়াই মূল একাদশ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে জাপান তাদের সেরা একাদশই মাঠে নামাচ্ছে।
বাংলাদেশ সময় ১৫ জুন সকাল ৭টায় রেসিফে স্টেডিয়ামে দু’দলের মধ্যকার এ ম্যাচ অনুষ্ঠিত হবে।
আইভরি কোস্ট একাদশ
বুবাকার ব্যারি (১), আর্থার বোকা (৩), দিদিয়ার জোকোরা (৫), সের্গে অরিয়ার (১৭), বামবা সুলাইমান (২২), ইসমায়েল চেইক টিটো (৯), ইয়া তোরে (১৯), জিওফ্রে সেরে ডাই (২০), সলোমন কালু (৮), গারভিনহো (১০), উইলফ্রাইড বনি (১২)।
কোচ: লামুসি সাবর্ড়ি (ফ্রান্স)।
জাপান একাদশ
ইজি কাশিমা (১), আতসুতো উচিদা (২), ইউন্তু নাগাতোমো (৫), মাসাতো মরিশিগে (৬), মায়া ইয়োশিদা (২২), কেইসুক হোন্ডা (৪), শিনজি ওকাজাকি (৯), শিনজি কাগাওয়া (১০), হোতারু ইয়ামাগুচি (১৬), মাকোতো হাসেবে (১৭), ইউয়া ওসাকো (১৮)।
বাংলাদেশ সময়: ০৬৩৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৪