ঢাকা: নিজেকে প্রমাণের তেমন কিছুই বাকি ছিলনা মারিও বালোতেল্লির। তবুও শনিবার রাতে আবারো প্রমাণ করলেই তিনিই ইতালির প্রাণভোমরা।
পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ব্রাজিল আসার আগে থেকেই ইতালির সেরা তুরুপের তাস হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছিল।
এর আগেও ইতালির বিপদে, প্রয়োজনে বার রার ত্রাণকর্তা হয়ে এগিয়ে আসতে হয়েছে তাকে। শনিবার রাতে ইংল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচেও দলকে জয়ের বন্দরে ভেড়াতে হাল ধরতে হলো অভিজ্ঞ এ নাবিককেই।
এদিন ইংল্যান্ডের সাথে প্রধমার্ধে ১-১ এ সমতায় খেলা শেষ করে ইতালি। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৫০ মিনিটে হেডের মাধ্যমে গোল করে দলকে এগিয়ে নেয় এসি মিলানের এই তারকা স্ট্রাইকার।
সেরা শিষ্যের প্রশংসা করে ইতালির কোচ চেজার প্রানদেল্লি বলেছেন, তীব্র গরম আমাদের ভোগালেও মাঝমাঠের নিয়ন্ত্রণ ছিল আমাদের হাতেই।
বালোতেল্লি তার সেরা সবটুকু ম্যাচে উজাড় করে দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এর মাধ্যমে প্রানদেল্লি ইঙ্গিত করলেন, পরবর্তী উরুগুয়ে ও কোস্টারিকা ম্যাচেও তার মূল অস্ত্র এসি মিলান তারকা বালোতেল্লি। এবং তার কাঁধে চেপেই ১৩ জুলাই শিরোপা উচিয়ে ধরতে চায় ইতালি।
**গতির ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারালো ইতালি
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৪