ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অনুশীলনে ফিরেছেন উইলিয়ান

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৪
অনুশীলনে ফিরেছেন উইলিয়ান

ঢাকা: নেইমারের শূন্যস্থানে খেলানোর জন্য চেলসি মিডফিল্ডার উইলিয়ানকে নির্বাচন করেছিলেন ব্রাজিল দলের কোচ লুই ফেলিপে স্কলারি। কিন্তু অনুশীলনে চোট পাওয়ায় উইলিয়ানকে নিয়ে ব্রাজিল দলকে আরও বেশি ভাবিয়ে তুলেছিল।



তবে ব্রাজিল ভক্ত-সমর্থকদের সমস্ত ভাবনা দূর করে দিয়েছেন উইলিয়ান। ব্রাজিলের এ মিডফিল্ডার জার্মানির বিপক্ষে সেমিফাইনালে খেলতে পারবেন বলে জানিয়েছেন।

২৫ বছর বয়সী উইলিয়ান বলেছেন, ‘আমি সুস্থতা অনুভব করছি। শনিবার আমি অনুশীলনে বাম পাশে চোট পাই। যা আমাকে বেশ ভুগিয়েছে। তবে আমি এখন অনেকটা সুস্থ। আমি আবার অনুশীলন শুরু করেছি। ’

বিশ্বকাপ থেকে নেইমারের ছিটকে পড়ার পর ব্রাজিল দলের অধিনায়ক থিয়াগো সিলভা বলেছিলেন,  আমি নিশ্চিত যে দলে ভাল অতিরিক্ত খেলোয়াড় রয়েছে। আমি উইলিয়ানের ওপর ভরসা করি, তারও নেইমারের মতো প্রতিভা রয়েছে। আশা করি সে নেইমারের শূন্যস্থান পূরণ করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ৭ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।