ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টিকেট কালোবাজারিতে ফিফা কর্মকতারা জড়িত!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৪
টিকেট কালোবাজারিতে ফিফা কর্মকতারা জড়িত!

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপে টিকেট  কালোবাজারির সঙ্গে দেশটির পুলিশ বাহিনী ও ফিফার কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ উঠেছে।

এই সপ্তাহের প্রথম দিকে টিকেট কালোবাজারির আন্তর্জাতিক চক্রের ১১জনকে গ্রেফতার করে পুলিশ।



সোমবার রিও ডি জেনিরিও থেকে ফিফার প্রধান নির্বাহী টিকেট বিক্রেতা রে হোয়েলানকেও গ্রেফতার করা হয়। .

খেলোয়াড় ও টিম সংশ্লিষ্টদের জন্য বরাদ্দ টিকেটগুলো অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, প্রতি ম্যাচে আন্তর্জাতিক এই গ্যাংটি বাংলাদেশি টাকায় প্রায় ৭০০ কোটি টাকা অবৈধভাবে আয় করে। যা দিয়ে চারটি বিশ্বকাপ আয়োজন করা যেতে পারে। তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে ফিফার কর্মকর্তাদের মোবাইল কল লিস্ট ও নাম সংগ্রহ করেছে বলেও জানায় পুলিশ।

তদন্ত দলের ইনচার্জ ফ্যাবিও বারোক বলেন, বিশ্বকাপে ফিফার কার্যালয়, স্টেডিয়াম এবং অন্যান্য প্রশাসনিক অফিসে প্রবেশাধিকারের টিকেট পাওয়া গেছে।

তিনি বলেন, টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে আমরা ফিফার সহযোগিতা চেয়েছি।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, টিকেট কালোবাজারির উৎস চিহ্নিত করতে ব্রাজিলীয় কর্তৃপক্ষকে সহায়তা করা হবে। একই সঙ্গে পুনরায় টিকেট বিক্রিরও পরিকল্পনা করা হবে।

বিশ্ব ফুটবল গর্ভনিং বডির মুখপাত্র ডেলিয়া ফিশচের বলেন, এঘটনায় তৃতীয় পক্ষের কোনো ব্যক্তি ছিল কিনা এমনকি ফিফা নিযুক্ত কোনো তৃতীয় পক্ষ ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।