ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিকে থামাতে জার্মানির গোপন কৌশল

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
মেসিকে থামাতে জার্মানির গোপন কৌশল

ঢাকা: আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক ও ফুটবলের বিস্ময়বালক লিওনেল মেসিকে ফাইনালে আটকাতে জার্মানি গোপন কৌশল গ্রহণ করছে বলে জানিয়েছেন ইউরোপীয় জায়ান্ট দলটির সহকারী কোচ।

রোববারের শিরোপা জয়ের লড়াইকে সামনে রেখে জার্মান দলের সহকারী কোচ হ্যান্সি ফ্লিক বলেন, চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে আটকাতে ‘বিশেষ পরিকল্পনা’ গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, সেমিফাইনালে নেদারল্যান্ডস মেসিকে কীভাবে ধরে রেখেছিল আমরা তা দেখেছি। এ বিষয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে।

জার্মান সহকারী কোচ আরও বলেন, আর্জেন্টিনার খেলা নিয়ে আমাদের পর্য‍াপ্ত ধারণা রয়েছে। জার্মানি তার জনপ্রিয়তা নিয়েই এগিয়েছে। তবে ফাইনালের বিষয়টি ভিন্ন।

রোববার বাংলাদেশ সময় রাত ১টায় রিওডি জেনিরো’র মারাকানা স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে জার্মানি। এটি হবে আর্জেন্টিনার সঙ্গে জার্মানির ষষ্ঠ ও বিশ্বকাপে দ্বিতীয় লড়াই।

এর আগে. ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-০ গোলে পরাজিত করে র্জামানি।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।