ঢাকা: জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ফাইনালের আগে জার্মান শিবিরকে সতর্ক করে দিলেন। তিনি মনে করেন, রিও ডি জেনিরোর ফাইনালে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি জার্মানির কাছে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে।
ছয় বছর জার্মানিকে কোচিং করানো বেকেনবাওয়ার বলেন, ‘জার্মানির উচিৎ হবে মেসিকে গননায় ধরে রাখা। যে কোনো মুহূর্তে সুপারস্টার হয়ে উঠে ম্যাচ নিজের করে নিতে সে সক্ষম। ’
বিভিন্ন ক্লাবের হয়ে ৫৮৭ ম্যাচ খেলা বায়ার্ন মিউনিখের সাবেক এই তারকা ফুটবলার আরো বলেন, ‘আর্জেন্টিনার হাত থেকে ম্যাচ নিজেদের করে নিতে হলে অবশ্যই মেসিকে আটকাতে হবে। যদি তাকে রুখে দিতে জার্মানি ব্যর্থ হয়, তবে এক নিমিষেই সে তার সহজাত ক্ষমতা দেখিয়ে দিবে। ’
দেশের হয়ে ১০৩ ম্যাচ খেলা ৬৮ বছর বয়সী এ জার্মানি আর্জেন্টিনার শক্ত ডিফেন্স নিয়েও জোয়াকিম লো’র শিষ্যদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ‘তাদের এই ডিফেন্স ভেদ করে গোল করা জার্মানির জন্য একটু কষ্টই বটে। ’
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ১২ জুলাই ২০১৪