ঢাকা: জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা মনে করেন, এবারের বিশ্বশিরোপা তাদেরই প্রাপ্য। তিনি জানান, সময় এসেছে শিরোপা ঘরে নিয়ে যাবার।
২০০২ সালে শেষবার বিশ্বকাপ ফাইনালে খেলেছিল জার্মানি-ব্রাজিল। সে ম্যাচে রোনালদোর নৈপূন্যে ২-০ গোলে হেরেছিল জার্মানরা।
ফাইনালে নামার আগে ৩৬ বছর বয়সী ক্লোসা বলেন, ‘২০০২ সালটা ভিন্ন ছিল। তখন আমাদের দলটা ছিল তরুণ। কেউ আমাদের ফাইনালে ওঠার মতো দল হিসেবে গননা করেনি। কিন্তু আমরা ফাইনালে উঠেছিলাম। ফাইনালে উঠে সেবার হারতে হারলেও এবছরটা আমাদের। ’
দেশের হয়ে ১৩৬ ম্যাচে ৭১ গোল করা ক্লোসা বলেন, ‘এখানে আমরা একটি পেশাদারী ও অভিজ্ঞ দল। ২৫-২৬ বছরের কিছু তরুণ ফুটবলারও রয়েছে আমাদের দলে। খেলার জয়-পরাজয় সবই আমাদের দলগতভাবেই হয়ে থাকে। ’
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৪