ঢাকা: ১৯৯৮ বিশ্বকাপের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন ডেভিড বেকহ্যাম! সেবার আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলর ম্যাচে লাল কার্ড দেখে শেষ হয়ে যায় তার বিশ্বকাপ যাত্রা।
আর্জেন্টাইন গোলরক্ষক ডিয়েগো সিমিওনে বেকহ্যামকে মারাত্মকভাবে ফাউল করেন।
ফুটবল বিশেষজ্ঞদের মতে, মূলত বেকহ্যামের অভাবেই ১০ জনের ইংলিশ দল হেরে বাড়ি ফেরে সেবার। ম্যাচ ২-২ গোলে ড্র হয়ে খেলা গড়ায় পেনাল্টি পর্বে। ৪-৩ গোলে জয়ী হয় আর্জেন্টিনা।
যাই হোক, তার মতো বড় মাপের খেলোয়াড় এসব মনে রাখবেন না এটাই স্বাভাবিক। মনে রাখেনওনি! রোববার তিনপুত্রসহ মারাকানায় দেখতে এসেছিলেন ফাইনাল ম্যাচ। বড় আর মেজ ছেলের গায়ে আর্জেন্টিনার জার্সি। যেন আর্জেন্টিনা-জার্মানি ম্যাচে তারা আর্জেন্টিনাকে সমর্থন করছে।
তিনপুত্র ব্রকলিন, রোমিও ও ক্রুজ বেকহ্যাম এখানেই থেমে থাকল না। ব্রাজিল কিংবদন্তি পেলে ও কাকা’র সঙ্গে তাদের দেখাও করালেন বেকহ্যাম। তো কানে কানে বলে দিলেন, চিনে রাখ, একদিন এনাদেরই গল্প শুনবে।
ছবিতে দেখে নিই বাবা-ছেলের ফাইনাল দর্শন।
তিন ছেলেসহ মারাকানা স্টেডিয়ামে নির্ধারিত আসনে বসছেন ডেভিড বেকহ্যাম।
ব্রুকলিন, রোমিও ও ক্রুজ (বামদিক থেকে)। পেছনে বাবা।
পেলের হাতে হাত! কী শপথ নিচ্ছেন?
দুই প্রজন্মের দুই কিংবদন্তির আলিঙ্গন।
ব্রাজিলে বাবার আদরে।
দুই এসি মিলান সতীর্থ কাকা ও বেকহ্যামের মাঝে ফুটবলের কালো মানিক।
এবার তিনি একা!
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৪