ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

আরেকটি বিশ্ব রেকর্ড গড়লেন হালিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
আরেকটি বিশ্ব রেকর্ড গড়লেন হালিম ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর ব্যানারে ২০১২ সালে একটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন খ্যাতিমান ফুটবল প্রদর্শক আব্দুল হালিম।

সেবার বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন হালিম।



গেল বছরের ২২ নভেম্বর ওয়ালটনের ব্যানারে আরো একটি বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা চালান হালিম। বল মাথায় নিয়ে, স্কেটিং জুতো পরে, ২৭.৬২ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে নতুন রেকর্ড গড়ার প্রচেষ্টা চালান তিনি।

তার এই প্রচেষ্টার ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি গিনেস বুক কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। সেগুলো গিনেস বুক কর্তৃপক্ষ বিচার-বিশ্লেষণ করে বৃহস্পতিবার (২৪ মার্চ) আব্দুল হালিমকে নতুন বিশ্ব রেকর্ড গড়ার স্বীকৃতি দিয়েছে। আব্দুল হালিমকে অভিনন্দন জানিয়ে গিনেস বুক কর্তৃপক্ষ একটি ই-মেইল বার্তা পাঠায়। তা ছাড়া গিনেস বুকের ওয়েবসাইটেও আব্দুল হালিমের নতুন রেকর্ডটি শোভা পাচ্ছে।

নতুন বিশ্ব রেকর্ড গড়ায় হালিমকে অভিনন্দন জানিয়েছেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। তিনি জানান, ‘আব্দুল হালিমকে অনেক অনেক অভিনন্দন। আমরা জানতাম সে পারবে। সে কারণেই তাকে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করেছিল। এর আগেও তিনি ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর ব্যানারে বল মাথায় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। ইনশাল্লাহ শিগগিরই তাকে দিয়ে আরো একটি রেকর্ড গড়াব আমরা। ’

নতুন বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পেয়ে আনন্দে আত্মহারা আব্দুল হালিম জানান, ‘খুবই ভালো লাগছে। অনেক দিন ধরে রেকর্ডটির স্বীকৃতির অপেক্ষায় ছিলাম। অবশেষে সেই স্বীকৃতি পেলাম। ওয়ালটন গ্রুপ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে এই রেকর্ড গড়া সম্ভব হতো না। সে কারণে ওয়ালটন গ্রুপকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এ ছাড়া আমার রেকর্ড গড়ার সঙ্গে যে যেভাবে সম্পৃক্ত ছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ সামনে আমি আরো কয়েকটি রেকর্ড গড়তে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন। ’

উল্লেখ্য, ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় ২০১১ সালে বল মাথায় নিয়ে টানা ১৫.২ কিলোমিটার পথ হেঁটে নতুন বিশ্ব রেকর্ড গড়েছিলেন আব্দুল হালিম। আব্দুল হালিমের বাড়ি মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ফুটবলে আকৃষ্ট হন। ফুটবল নিয়ে তিনি অর্ধশতাধিক আকর্ষণীয় খেলা দেখাতে পারেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।