ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

উদ্বোধনী ম্যাচে বিজেএমসি’র জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
উদ্বোধনী ম্যাচে বিজেএমসি’র জয় ছবি: সংগৃহীত

ঢাকা: নানা জল্পনা-কল্পনার পর অবশেষে মাঠে গড়ালো ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। ’ প্রায় সাত মাস পর এই টুর্নামেন্ট দিয়েই শুরু হলো বিলম্বিত ঘরোয়া ফুটবলের মৌসুম।

উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে টিম বিজেএমসি।

 

নির্ধারিত তারিখের দু’দিন পর শুক্রবার (০১ এপ্রিল) থেকে মাঠে গড়ায় বহুল আলোচিত এই টুর্নামেন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামে টিম বিজেএমসি এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

 

প্রথমার্ধে এলিটা কিংসলের একমাত্র গোলের সুবাদে জয় পায় টিম বিজেএমসি। ফলে, পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে শহিদুল ইসলামের শিষ্যরা।

উদ্বোধনী ম্যাচে শুরু থেকেই রহমতগঞ্জকে চেপে ধরে বিজেএমসি। ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম লিড নেয় তারা। নাইজেরিয়ার ফরোয়ার্ড এলিটা কিংসলের জোরালো শট রহমতগঞ্জের গোলরক্ষক রুখে দিতে পারেননি।

শেষ দিকে হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি লাভ করে বিজেএমসি। তবে তা থেকে গোল আদায় করে নিতে না পারলেও ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিজেএমসি।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।