ঢাকা: ব্রাজিলের হয়ে নেইমারের কোপা আমেরিকায় খেলা হচ্ছে না। এমন শর্তেই ব্রাজিলিয়ান সেনসেশনকে রিও অলিম্পিকে অংশ নেওয়ার অনুমতি দেয় বার্সেলোনা।
বার্তেমেউ বলেন, ‘নেইমারকে শুধুমাত্র একটি টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়ার বিষয়টি দু’সপ্তাহ আগেই ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে বার্সেলোনা। ’
অলিম্পিক ফিফার অফিসিয়াল সিনিয়র টুর্নামেন্ট নয়। এতে অংশ নিতে ক্লাবগুলোও খেলোয়াড়দের ছাড়পত্র দিতে বাধ্য নয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে শুধুমাত্র অলিম্পিক গোল্ডটাই এখনো অধরা। তাই কোপা আমেরিকার চেয়ে দেশের মাটিতে অলিম্পিকের আক্ষেপ ঘোঁচানোয় গুরুত্ব দিচ্ছে সেলেকাওরা।
গত কিছুদিন ধরেই নেইমারের দু’টি টুর্নামেন্টে না খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন ব্রাজিল কোচ দুঙ্গা ও পরিচালক গিলমার রিনাল্ডি। কিন্তু বার্তোমেউ বলছেন, বার্সেলোনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, ‘আমাদের রাজি করানোটা অসম্ভব (অলিম্পিক ও কোপায় খেলার অনুমতি)। আমরা এর গুরুত্ব বুঝি (কোপা আমেরিকা), কিন্তু আমাদের দৃষ্টিতে, দু’টি কঠিন মৌসুম শেষে খেলোয়াড়দের কিছুটা বিশ্রামে থাকা প্রয়োজন। ’
বার্সা ক্লাব প্রেসিডেন্ট যোগ করেন, ‘নেইমারের অলিম্পিকে খেলায় আমরা কোনো সমস্যাই দেখছি না। ব্রাজিলিয়ান ম্যানেজার হলেও আমিও তাকে (নেইমার) দলে নিতাম। ’
এদিকে, বার্সা-নেইমার চুক্তি নবায়নের প্রসঙ্গও টেনে আনেন বার্তোমেউ, ‘বার্সার তাড়াহুড়ো করার দরকার নেই। আমরা কোনো সমস্যা দেখছি না কারণ, সে (নেইমার) নিজে থেকেই থেকে যাওয়ার (ন্যু ক্যাম্পে) ইচ্ছা ব্যক্ত করেছে। আমাদের পরিকল্পনা হচ্ছে, ক্যারিয়ারের শেষ পর্যন্ত তাকে ধরে রাখা। ’
ব্রাজিলের মাটিতে আগামী ৫ আগস্ট অলিম্পিকের পর্দা উঠবে। আর কোপা আমেরিকার শতবর্ষ পূর্তিতে এর বিশেষ আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে (৩ জুন শুরু)।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
আরএম