ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারের স্বপ্ন ‘প্যারিস সেন্ট জার্মেই’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
নেইমারের স্বপ্ন ‘প্যারিস সেন্ট জার্মেই’ ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনায় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে আক্রমণভাগ দারুণভাবে সাজিয়েছেন নেইমার। কাতালানদের হয়ে বেশ স্বাচ্ছন্দেই খেলছেন ব্রাজিলিয়ান অধিনায়ক।

তবে নেইমারের এজেন্ট ওয়াগনার রিবেরিও জানিয়েছেন, ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দিতে পারেন নেইমার। যদিও ক্যাম্প ন্যুতে ভালো আছেন তিনি।

বার্সার সঙ্গে নেইমারের আরও দুই বছরের চুক্তি রয়েছে। ২০১৮ সালেই শেষ হবে এই চুক্তি। তবে তরুণ এই তারকার সঙ্গে এখন পর্যন্ত নতুন চুক্তির ব্যাপারে কোন আলোচনা করেনি বার্সা। সেই সঙ্গে নেইমারকে পেতে মুখিয়ে রয়েছে পিএসজি। আর রিবেরি জানান, প্যারিসে খেলার অনুভূতিটাই আলাদা।

রিবেরি বলেন, ‘নেইমারের সঙ্গে বার্সার ২০১৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এবং সে এখানে ভালো আছে। সে এখানকার ফুটবলারদের সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছে। আর কাতালনরাও বর্তমানে বিশ্বসেরা দল। ’

তিনি আরও বলেন, ‘তবে আমি বলতে চাই প্যারিস ও পিএসজিতে খেলার ব্যাপারে সবারই স্বপ্ন থাকে। আমারা আগামী দুই বছর দেখবো কি হয়। যদি কোনো রকম নতুন চুক্তি না হয়, তবে পিএসজি আগ্রহ দেখালে আমরা আলোচনা করবো। ’

তিনি আরও যোগ করেন, ‘নেইমারকে দলে নিতে হলে অবশ্যই ‘বাইআউট ক্লস’ মেনে নিতে হবে। তার বর্তমান বাইআউট ক্লসের মূল্য ১৯৩ মিলিয়ন ইউরো। তবে আশাকরি পিএসজির জন্য এটা কোনো সমস্যা হবে না। ’

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।