ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাঁচা মরার লড়াইয়ে রিয়াল-রোনালদোরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
বাঁচা মরার লড়াইয়ে রিয়াল-রোনালদোরা সংগৃহীত

ঢাকা: মৌসুমের শেষ দিকে এসে উত্থান-পতনের মধ্যে চলছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া ফুটবল লা লিগায় ভালো করছে তো মুখ থুবড়ে পড়ছে চ্যাম্পিয়নস লিগে।

লিগে চ্যাম্পিয়ন বার্সেলোনাকে এল ক্ল্যাসিকোতে হারানোর পরই ইউরোপ সেরার কোয়ার্টার ফাইনালে দুর্বল উলফসবার্গের বিপক্ষে প্রথম লেগে ২-০ গোলে হার।

 

ভকসওয়াগন অ্যারিনায় প্রথম লেগ হারায় ফুটবল বিশেষজ্ঞরা এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের শেষ দেখছেন। তাই দ্বিতীয় লেগ ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে হলেও সেমিফাইনালে উঠতে হলে জিনেদিন জিদানের শিষ্যদের অন্তত ৩-০ ব্যবধানে জিততেই হবে। তাই এ ম্যাচটি হয়ে থাকছে বাঁচা মরার লড়াই হিসেবে।

 

বাংলাদেশ সময় রাত পৌনে একটায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

রিয়াল লিগের শেষ ম্যাচে এইবারের বিপক্ষে ৪-০ গোলে জয় পায়। তাই উলফসবার্গের বিপক্ষে ঘরের মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে গ্যালাকটিকোরা। এ প্রসঙ্গে কোচ জিদান বলেন, ‘আমরা প্রথম লেগে ২-০ গোলে হেরেছিলাম। তবে কিভাবে জয় ছিনিয়ে ‍আনতে হয় তা আমরা জানি। পুরো মৌসুমে আমরা নিজেদের সর্বোচ্চ দিতে পারিনি। তবে ঠিক সময়ে কিভাবে ফিরে আসতে হয় তা আমরা জানি। ’

এদিকে ইতিহাস কিছুটা রিয়ালের বিপক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত প্রথম লেগে ২-০তে হেরে ১৩টি দলই পরের রাউন্ড নিশ্চিত করতে পারেনি। এর মধ্যে বার্সেলোনা ২০১৩ সালে এসি মিলানের বিপক্ষে ও ম্যানচেস্টার ইউনাইটেড ২০১৪ সালে অলিম্পিয়াকোসের বিপক্ষে দ্বিতীয় লেগে বড় ব্যবধানে জিতে পরের রাউন্ড নিশ্চিত করেছিলো।

২০১৪ সালের পর চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে এবারই রিয়ালের এমন বাজে হার। সর্বশেষ বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আসরটির সেমিফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছিলো ক্রিস্টিয়ানো রোনালদোরা।

রিয়াল নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় পেলেও এর বিপরীতে একটিতে হেরেছে। উলফসবার্গ অবশ্য ভালো অবস্থানে নেই। জার্মান ক্লাবটি নিজেদের শেষ পাঁচ ম্যাচের দুটি ড্র ও সমান ম্যাচের হারের বিপরীতে জয় পেয়েছে একটি ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।