ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

কোপায় মেসির খেলার ব্যাপারে আশাবাদী মার্টিনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
কোপায় মেসির খেলার ব্যাপারে আশাবাদী মার্টিনো

ঢাকা: লিওনেল মেসির মাথার ওপরে ঘুরপাক খাচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা। এর মধ্যে ক্লাব ও জাতীয় দলের হয়ে পারফরম্যান্স করতে হচ্ছে তাকে।

তবে জাতীয় দল আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো জানিয়েছেন, মামলা থাকা সত্ত্বেও কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলবেন মেসি।

বার্সেলোনার কোর্টে মেসি ও তার বাবা জর্জের মামলা চলছে। আগামী ৩১ মে ট্রায়াল হবে মামলাটির। যেখানে তিন দিন পরেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। এবারের বিশেষ এই আসরটি আয়োজন করছে যুক্তরাষ্ট্র। ছয় জুন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আলবেসেলিস্তারা।

এদিকে মার্টিনো মনে করেন তার দলের অধিনায়কের আসরে না খেলার ব্যাপারে কোন কারণ নেই, ‘এই ইস্যুটির কারণে ফুটবলে প্রভাব পড়তে পারে। তবে আমি মনে করি টুর্নামেন্টে মেসির খেলা নিয়ে কোন সমস্যা হবে না।

এবারের আসরে গ্রুপ ‘ডি’তে লড়বে আর্জেন্টিনা। যেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে চিলি, পানামা ও বলিভিয়াকে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১৩ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।