ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

ভিদাল-মুলারে শেষ চারে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
ভিদাল-মুলারে শেষ চারে বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়ে গেল। পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকার মাঠে ২-২ গোলে ড্র করলেও ৩-২ অ্যাগ্রিগেটে শেষ চারে নাম লেখালো বায়ার্ন মিউনিখ।

বাভারিয়ানদের হয়ে গোল দু’টি করেন চিলিয়ান মিডফিল্ডার আরতুরো ভিদাল ও জার্মান তারকা থমাস মুলার।

 

এদিকে, অপর ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। এর আগে পিএসজিকে হারিয়ে ম্যানচেস্টার সিটি ও উলফসবার্গের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে সেমি নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। শুক্রবার (১৫ এপ্রিল) সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।

নিজেদের মাঠে প্রথমার্ধের ২৭ মিনিটে মেক্সিকান স্ট্রাইকার রাউল  জিমিনেজের গোলে লিড নেয় বেনফিকা। অ্যাগ্রিগেট স্কোরলাইন দাঁড়ায় ১-১। তবে এগার মিনিট পরই বায়ার্নের হয়ে গোল পরিশোধ করেন প্রথম লেগের গোলস্কোরার ভিদাল।

 

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে বাভারিয়ানদের লিড এনে দেন  মুলার। ৭৬ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্ডারসন তালিস্কা। অ্যাওয়ে গোল না পাওয়ায় সেমির স্বপ্ন পূরণে বেনফিকাকে আরো দুই গোল করতে হতো। কিন্তু, নির্ধারিত সময়ের আগে আর জালের দেখা পায়নি স্বাগতিকরা। তাই ম্যাচ শেষে স্বস্তি নিয়েই মাঠ ছাড়েন পেপ গার্দিওলার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।