ঢাকা: মৌসুমের শেষ দিকে এসে সাফল্য দু’হাত ভরে পাচ্ছে রিয়াল মাদ্রিদ। এতে অবশ্য দুর্দান্ত ভূমিকা রাখছেন কোচ জিনেদিন জিদান।
রিয়ালের এমন চেনা রুপে লিগের ম্যাচে প্রতিপক্ষ হিসেবে দলটি পাচ্ছে গেটাফেকে। যারা কিনা রেলিগেশনের খরাতে রয়েছেই, পাশাপাশি লিগ টেবিলে রয়েছে সবচেয়ে তলানিতে (২০)। কোলিসিয়াম আলফোনসো পেরেজে বাংলাদেশ সময় রাত আটটায় আতিথিয়েতা নিতে যাবে রিয়াল।
এ ম্যাচটি মাদ্রিদ ডার্বিও। তবে গেটাফে রিয়ালের বিপক্ষে শেষ ১৪ ম্যাচের ১৩টিতেই হেরেছে। তাই ম্যাচটি একপেশেই হতে পারে।
এদিকে রিয়াল নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে বাকি ম্যাচটি হেরেছে। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচে কোন জয়ের দেখা পায়নি গেটাফে। তিন হারের বিপরীতে দুটি ম্যাচ ড্র করেছে তারা।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৬
এমএমএস