ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

দুর্দান্ত জয়ে দুইয়ে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
দুর্দান্ত জয়ে দুইয়ে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো শিরোপা জয়ের স্বপ্ন নতুন করে জেগে উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। লা লিগার চলমান আসরে আরেকটি দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়লো উড়তে থাকা রিয়াল।

অপেক্ষাকৃত দুর্বল গেটাফেকে ৫-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে চলে এসেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

 

কাতালান ক্লাব বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৩ পয়েন্ট কম নিয়ে দিয়েগো সিমেওনের দল তৃতীয় অবস্থানে। আর এ ম্যাচে জয়ের ফলে অ্যাতলেতিকোকে টপকে ৩৩ ম্যাচ শেষে রিয়াল অর্জন করলো ৭৫ পয়েন্ট।

 

ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধের বাকি সময়ে আরও তিনটি গোল করে। দলের হয়ে গোল করেন করিম বেনজেমা, ইসকো, গ্যারেথ বেল, জেমস রদ্রিগেজ আর ক্রিস্টিয়ানো রোনালদো। গেটাফের হয়ে একমাত্র গোলটি করেন পাবলো সারাবিয়া।

ম্যাচের ২৯তম মিনিটে প্রথম লিড নেয় রিয়াল। দলকে এগিয়ে নেন ফরাসি তারকা করিম বেনজেমা। ৪০ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন ইসকো। প্রথমার্ধের এই দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জিদান শিষ্যরা।

বিরতির পর ম্যাচের ৫০ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। তবে, ৮৪ মিনিটের মাথায় ব্যবধান কমায় গেটাফে। পাবলো সারাবিয়ার গোলে স্কোর দাঁড়ায় ৩-১। চার মিনিট পরেই ব্যবধান বাড়িয়ে নেন রিয়ালের রদ্রিগেজ। ৮৮ মিনিটে স্কোর লাইন ৪-১ এ গিয়ে থামে।

ম্যাচের ৯০তম মিনিটে রিয়ালের হয়ে শেষ গোলটি করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড রোনালদো। ফলে, ৫-১ গোলে এগিয়ে থেকে আর পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ১৬ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।