ঢাকা: চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টনভিলার বিপক্ষে নিজেদের মাঠ ওল্ডট্রাফোর্ডে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে লুইস ফন গালের শিষ্যরা।
সাড়ে ৭৫ হাজার দর্শকের উপস্থিতিতে ঘরের মাঠে খেলতে নামে রেড ডেভিলসরা। এ ম্যাচে জয়ের ফলে ৩৩ ম্যাচ খেলে ম্যানইউয়ের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৫৬। ফলে, শেষ চারের আশা জিইয়ে রেখে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের আশাও বাঁচিয়ে রেখেছে তারা।
অপরিদেক, ৩৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেল অ্যাস্টনভিলা। পরের মৌসুমে তাদের খেলতে হবে প্রথম বিভাগে।
ম্যাচের ৩২ মিনিটের মাথায় প্রথম ও একমাত্র গোলটির দেখা পায় ম্যানইউ। ১৮ বছর বয়সী তরুণ ইংলিশ স্ট্রাইকার রাশফোর্ড গোলটি করে দলকে লিড এনে দেন। ভ্যালেন্সিয়ার বাড়ানো বলে ভিলার জালে বল জড়ান তিনি।
ইংলিশ প্রিমিয়ারের চলমান আসরে ম্যানইউ ৩৩ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে থাকলেও একই সংখ্যক ম্যাচ খেলে সর্বোচ্চ ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিচেস্টার সিটি। ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে টটেনহাম।
বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৬
এমআর