ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

‘ছোট দলের বিপক্ষে ভালো করতে পারেনি আর্সেনাল’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
‘ছোট দলের বিপক্ষে ভালো করতে পারেনি আর্সেনাল’ সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে আর্সেনালের বাজে পারর্ফমগুলো বেশিরভাগ হয়েছে ছোট দলগুলোর বিপক্ষে। তাদের বিপক্ষেই হেরে পয়েন্ট খুইয়েছে এমনটি জানিয়েছেন দলটির কোচ আর্সেন ওয়েঙ্গার।

সেই সঙ্গে তিনি আরও জানান, চাপের ম্যাচেও তার শিষ্যরা অক্ষমতার পরিচয় দিয়েছে।

আজ (১৭ এপ্রিল) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামবে আর্সেনাল। যেখানে মৌসুমের শুরুটা ভালো হলেও গানারদের পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা চারে। অথচ ছোট দলের তকমা গায়ে লাগিয়েও বর্তমানে শীর্ষে রয়েছে লিচেস্টার সিটি।

আর্সেনাল ও ক্রিস্টালের প্রথম লেগের ম্যাচে অ্যালেক্সিস সানচেজরা ২-১ গোলে জয় পেয়েছিলো। তবে আর্সেনাল কোচ জানিয়েছেন বেশিরভাগ সময় তিনি দলের খেলায় আশাহত হয়েছেন।

ওয়েঙ্গার বলেন, ‘চলতি মৌসুমে আমরা বড় দলগুলোর বিপক্ষে ভালেঅ করেছি। তবে চাপের মাঝে আমরা ভালো করতে পারিনি। যা হয়েছে ছোট দলগুলোর বিপক্ষে। আমার ফুটবলারদের ম্যাচের শেষ মিনিট পর্যন্ত খেলার ক্ষমতা রয়েছে। তবে ফলাফল ঠিক সেই ভাবে আসেনি। ’

বাংলাদেশ সময়: ১১৩২ঘণ্টা, ১৭ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।