ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

বিশ্রাম পাচ্ছেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
বিশ্রাম পাচ্ছেন না রোনালদো সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্রাম দেওয়ার কোনো কারণই দেখছেন না কোচ জিনেদিন জিদান। কেনই বা দেবেন! রিয়াল মাদ্রিদের শিরোপা জেতার দৌড়ে ধারাবাহিকভাবেই ‘জ্বালানি’ হিসেবে কাজ করছেন সিআর সেভেন।


লা লিগার চলতি মৌসুমে এখন পর্যন্ত শীর্ষ গোলস্কোরার রোনালদো (৩৩ ম্যাচে ৩১টি)। উলফসবার্গের বিপক্ষে তার দুর্দান্ত হ্যাটট্রিকের সুবাদেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পা রাখে গ্যালাকটিকোরা। প্রথম লেগে ২-০ ব্যবধানে হারের পর সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলের জয়ে সেমি নিশ্চিত করে রোনালদোর রিয়াল।


গেটাফের বিপক্ষে (১৬ এপ্রিল) ৫-১ গোলের উড়ন্ত জয়ের ম্যাচে গ্যারেথ বেল (৫৭ মিনিট) ও করিম বেনজেমাকে (৬৭) উঠিয়ে বদলি খেলোয়াড় মাঠে ‍নামান জিদান। কিন্তু, রোনালদোর বেলায় এমনটি করার কোনো উদ্দেশ্য নেই বলেই নিশ্চিত করেন ফ্রেঞ্চ কিংবদন্তি।


পর্তুগিজ তারকা নিজের চতুর্থ পিচিচি ট্রফি (লা লিগার সর্বোচ্চ গোলস্কোরারের পুরস্কার) জেতার অপেক্ষায়। দলের সেরা তারকাকে বিশ্রামে রাখারও পক্ষপাতী নন রিয়াল কোচ জিদান, ‘আমরা বেনজেমা ও বেলকে বিশ্রাম দিয়েছি কিন্তু রোনালদোকে নয়। সে ভালো খেলছে এবং তাকে বিশ্রাম দেওয়ার কোনো কারণ আমাদের চোখে ধরা পড়েনি। ’


আগামী বুধবার (২০ এপ্রিল) নিজেদের পরবর্তী ম্যাচে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রিয়াল। বার্নাব্যুতে লিগ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়। বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এক পয়েন্টে পিছিয়ে জিদানের শিষ্যরা। ৩২ ম্যাচে বার্সার সংগ্রহ ৭৬। সমান ম্যাচে ৭৩ পয়েন্টে তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ। রিয়াল অবশ্য এক ম্যাচ বেশি খেলে দুইয়ে উঠে এসেছে।


বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।