ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

পয়েন্ট খোয়ালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
পয়েন্ট খোয়ালো আর্সেনাল ছবি : সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠেই হোঁচট খেলো আর্সেনাল। আতিথ্য নেওয়া ক্রিস্টালের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে গানাররা।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধের গোলে এগিয়ে থাকলেও ক্রিস্টালের শেষ দিকের গোলে সমতায় রেখে পয়েন্ট খোয়াতে হয় আর্সেনালকে।

প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ওয়েলব্যাকের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে গোল করেন চিলির তারকা স্ট্রাইকার অ্যালেক্সিজ সানচেজ। ১-০ গোলে এগিয়ে থাকলেও বিরতির পর আবারো ক্রিস্টালের গোলমুখে আক্রমণ শানান ওজিল-সানচেজ-অলিভার জিরুদ-অ্যারন রামসেরা। তবে, কোনো স্কোরের দেখা পায়নি গানাররা।

উপরে উঠে খেলতে গিয়ে উল্টো গোল হজম করতে হয় স্বাগতিকদের। ম্যাচের ৮১তম মিনিটে ক্রিস্টালের বোলাসি ইয়ালার গোলে সমতায় ফেরে অতিথিরা। বাকি সময়টাআর কোনো দলই গোল করতে পারেনি।

৩৩ ম্যাচ শেষে আর্সেনাল ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে। এক ম্যাচ বেশি খেলে লিচেস্টারসিটি ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। ৩৩ রাউন্ড শেষে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে টটেনহাম। আর ৬০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।