ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ফুটবল

দুর্দান্ত জয়ে রিয়ালকে হটালো অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
দুর্দান্ত জয়ে রিয়ালকে হটালো অ্যাতলেতিকো ছবি : সংগৃহীত

ঢাকা: একদিনের মাথায় হারানো অবস্থান পুনরুদ্ধার করলো অ্যাতলেতিকো মাদ্রিদ। বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় করার পর লা লিগায়ও জয়ের ধারা অব্যাহত রাখলো দিয়েগো সিমিওনের শিষ্যরা।

গ্রানাডাকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শেষ ১০টি লিগ ম্যাচের মধ্যে আটটিতেই জয় তুলে নিয়েছে অ্যাতলেতিকো।

এর আগে গেটাফেকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে আসে রিয়াল। কিন্তু, দুর্দান্ত জয় দিয়েই আগের অবস্থানে ফিরে এসেছে অ্যাতলেতিকো। শীর্ষস্থানটা এখনো বার্সার দখলেই।

ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে খেলা শুরুর ১৫ মিনিটে দুই স্প্যানিশ তারকার নৈপুণ্যে লিড নেয় অ্যাতলেতিকো। ফার্নান্দো তোরেসের পাসে বল জালে জড়ান মিডফিল্ডার কোকে। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে গোলের খাতায় নাম লেখান তোরেস। আর নির্ধারিত সময়ের সাত মিনিট আগে ভিটিজরদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আর্জেন্টাইন উদীয়মান স্ট্রাইকার অ্যাঞ্জেল কোরেয়া। পুরো ম্যাচে ১১টি প্রচেষ্টায় গোলপোস্টে একটি শটও নিতে পারেনি গ্রানাডা। ম্যাচ শেষে তাই প্রত্যাশিত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন তোরেস-গাবি-সাউলরা।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।