ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

ফুটবল

বড় অঙ্কের চায়না ক্লাবের প্রস্তাবে আলভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
বড় অঙ্কের চায়না ক্লাবের প্রস্তাবে আলভেজ ছবি:সংগৃহীত

ঢাকা: চাইনিজ ক্লাব থেকে মাল্টি-মিলিয়ন প্রস্তাব পেয়েছেন বার্সেলোনার ডিফেন্ডার দানি আলভেজ। এমনটি জানিয়েছে, ফুটবলের জনপ্রিয় অনলাইন গোল ডট কম।

তবে আগামী গ্রীস্ম পর্যন্ত কাতালানদের সঙ্গে চুক্তি রয়েছে এ ব্রাজিলিয়ানের।

এদিকে রাইট ব্যাকে খেলা আলভেজ এখন আর আগের মতো নেই। তাই বার্সাও তাকে এখন দলের প্রথম পছন্দ হিসেবে খেলায় না। কারণে ম্যাচে একই পজিশনে অভিজ্ঞ এ তারকাকে অ্যালেক্স ভিদাল ও সার্জি রোবের্টোর সঙ্গে জায়গা ভাগাভাগি করতে হয়।

এর আগে আলভেজের চাইনিজ চ্যাম্পিয়ন গুয়াংজু এভারগ্র্যান্ডে যাওয়ার ব্যাপারে গুঞ্জন উঠেছিলো। অন্যদিকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডও আলভেজের ব্যাপারে আগ্রহী ছিলো। তবে সে সময় বার্সা ফুটবলার কেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় আলভেজের সঙ্গে আরও এক বছরের চুক্তি করে।

সেভিয়ার সাবেক ডিফেন্ডার আলভেজ বার্সার হয়ে আট মৌসুমে এখন পর্যন্ত ৩৮৫টি ম্যাচ খেলেছেন। যেখানে ক্যাম্প ন্যু’র দলটির হয়ে তিনি ২১টি শিরোপা জিতেছেন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।