ঢাকা: মৌসুমের শেষদিকে এসে পথ হারিয়ে ফেলা বার্সেলোনার আক্রমণভাগের অস্ত্র নেইমারও নিজেকে হারিয়ে খুঁজছেন। স্বাভাবিকভাবেই কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে ব্রাজিলিয়ান সেনসেশনকে।
লা লিগায় টানা তিন ম্যাচ হেরে বার্সার শিরোপা ধরে রাখাটাও এখন হুমকির মুখে! ক্লাবের জার্সি গায়ে নেইমারের পারফরম্যান্সও হতাশাজনক। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালের দেখাই পাননি ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড।
নেইমারকে ঘিরে অতিরিক্ত সমালোচনাকে অযৌক্তিক হিসেবে দেখছেন আলভেজ। এ ধরনের পরিস্থিতির সঙ্গে কীভাবে মানিয়ে নিতে তা নেইমারের ভালো করেই জানা আছে বলেও নিশ্চিত করেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক।
এক সাক্ষাৎকারে আলভেজ বলেন, ‘আমি মনে করি এটা মিডিয়ার অতিরিক্ত বাড়াবাড়ি (নেইমারের বিরুদ্ধে সমালোচনা)। এটা সবার সঙ্গেই হয়, কিন্তু নেইমার বা মেসির ক্ষেত্রে সবসময়ই একটা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। তারাও এ ধরনের পরিস্থিতিতে অভ্যস্ত। ’
বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এমআরএম