ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

আর্সেনাল ম্যাচে রেকর্ড সর্বনিম্ন দর্শক উপস্থিতির আশঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
আর্সেনাল ম্যাচে রেকর্ড সর্বনিম্ন দর্শক উপস্থিতির আশঙ্কা ছবি: সংগৃহীত

ঢাকা: লিগ শিরোপার দৌড়ে অনেকটা ছিটকেই গেছে আর্সেনাল! সবশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ঘরের মাঠেই ১-১ গোলে ড্রয়ের হতাশায় ডোবে গানাররা। প্রিয় ক্লাবের পরবর্তী ম্যাচগুলো নিয়ে তাই স্বাগতিক দর্শকদেরও খুব একটা আগ্রহ নেই।

এমিরেটস স্টেডিয়ামের ইতিহাসে সর্বনিম্ন দর্শক উপস্থিতির সামনে খেলার তিক্ত অভিজ্ঞতার স্বাদ নিতে পারে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ওয়েস্ট ব্রমউইচকে আতিথ্য দেবে আর্সেনাল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

জানা যায়, আর্সেনাল-ওয়েস্ট ব্রমউইচ ম্যাচের হাজার হাজার টিকিট এখনো অবিক্রীত। বোঝাই যাচ্ছে, আর্সেনালের খেলা নিয়ে ঘরের দর্শকদের মাঝেই কতটা অনীহা কাজ করছে।

ধারণা করা হচ্ছে, এ ম্যাচটি সর্বোচ্চ ২০ হাজার দর্শক উপভোগ করতে পারেন। এমনটি হলে, ২০০৬ সালে যাত্রা শুরুর পর সর্বনিম্ন দর্শক উপস্থিতির সাক্ষী হতে যাচ্ছে এমিরেটস স্টেডিয়াম। যেখানে মোট ধারণক্ষমতা ৬০ হাজারেরও বেশি।

পয়েন্ট টেবিলে ৩৩ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চার নম্বরে আর্সেনাল। মৌসুম শেষ হতে তাদের সামনে ম্যাচ আছে আর মাত্র পাঁচটি। এক ম্যাচ বেশি খেলা লিচেস্টার সিটি (৭৩) নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের পথে ছুটছে।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।